শেখ হাসিনার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে ——– হাবিবুর রহমান হাবিব এমপি

21
দক্ষিণ সুরমা উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী যে ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ঠিক সেই ভাবে আমাদেরকেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশ যখন উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় বিএনপি আন্দোলনের দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্তি রয়েছে। এদের এই হীন উদ্দেশ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাস্তবায়ন করতে দিবে কোন দিন। তিনি প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
এমপি হাবিবুর রহমান ২৯ অক্টোবর শনিবার বিকালে দক্ষিণ সুরমা চন্ডিপুলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিতের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম-সম্পাদক হেলেন আহমদ ও মাধুরী গুণ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবিন (রুবা), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাদেকা পারভীন প্রমুখ। এছাড়াও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বেদানা বেগম-কে সভাপতি ও হালিমা বেগম-কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি