স্টাফ রিপোর্টার :
সিলেটে দ্বিতীয় দফার প্রথম দিনে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ২৭৭ জনকে। তাদের মধ্যে পুরুষ ১০৪ ও মহিলা ১৭৩ জন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের টিকা দেয়া হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্ব্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন সুমন এসব তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৯টা থেকে আবারও যথারীতি টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে সিলেটে কেবল সিটি করপোরেশনের করোনা টিকাদান কেন্দ্র হিসাবে পরিচিত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র ছাড়া আর কোথাও করোনার টিকা দেয়া হচ্ছে না। অন্য কোথাও টিকার ব্যাপারে সরকারের এখনো কোন নির্দেশনা আসেনি বলে জানান তিনি।