জগন্নাথপুরে সবার প্রিয় সাদা মনের মানুষ মতিউর রহমান আর নেই

20

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা, প্রবীণ রাজনীতিবিদ, সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি, মানবাধিকার রক্ষায় প্রতিবাদী কণ্ঠ ও সর্বদা সদালাপী সাদা মনের মানুষ মতিউর রহমান আর নেই। তিনি দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছিলেন। অবশেষে ১৬ মে রবিবার রাত ১১ টা ৫৬ মিনিটের সময় সিলেটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৭ মে সোমবার নামাজে জানাযা শেষে দাফন করা হয়। এতে সর্বস্তরের শোকার্ত জনতা অংশ গ্রহণ করেন।
এদিকে-স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান রাসেল ও স্টুডেন্টস কেয়ার এর সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিমেল এর পিতা জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি নেতা ও উপজেলা মানবাধিকার ইউনিটির সাবেক সভাপতি মতিউর রহমানের মৃত্যুতে সর্বত্র বইছে শোকের ছায়া। এর মধ্যে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া এবং সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সকল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত সাদা মনের মানুষ মতিউর রহমানের রূহের মাগফেরাত কামনা করেছেন।