স্টাফ রিপোর্টার :
সিলেটের এয়ারপোর্ট এলাকায় সাহেবেরবাজারে নব-নির্মিত “কামাল উদ্দিন জামে মসজিদ” এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) বিকেল পৌনে ৪ টায় এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আফছর উদ্দিন।
উদ্বোধনী মোনাজাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে আফছর উদ্দিন বলেন, বাগানে যদি ফুল না থাকে তাহলে বাগানের সৌন্দর্য্য যেমন শোভা পায় না তেমনি মসজিদে মুসল্লিদের উপস্থিতি মসজিদের পরিপূর্ণতা নিয়ে আসে।
তিনি বলেন, পৈতিক ভূমিতে প্রায় কোটি টাকা ব্যয়ে আধুনিকতার ছোঁয়ায় আমার পিতা কামলাল উদ্দিনের নামে অত্র এলাকার মানুষের নামাজ আদায়ের জন্য এই মসজিদ নির্মাণ করে দিয়েছি। এখন এই মসজিদ আপনাদের। সর্ব কিছুর মালিক আল্লাহ্ওতালা। আপনাদের সহযোগিতা ছিলো বলেই আজ এই এলাকায় এ ধরণের একটা মসজিদ নির্মিত হয়েছে। এখন এই মসজিদের রক্ষণাবেক্ষণ ও পত্রিতা রক্ষা করার দায়িত্বও আপনাদের। তিনি বলেন, আগামীতে এ মসজিদ আপনাদের সার্বিক সহযোগিতায় বহুতল ভবনে বৃদ্ধি পাবে বলে রব্বুল আলামীনের কাছে এই দোয়া কামনা করছি।
উদ্বোধনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর কাজিরবাজারের মো. মকন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী শফিকুর রহমান। উদ্বোধন শেষে নব-নির্মিত মসজিদে আছরের নামাজের আযান দেওয়া হয় এবং মুসল্লিরা নামাজ আদায় করেন।
এর আগে নব-নির্মিত মসজিদের উদ্বোধক আফছর উদ্দিন মসজিদটি ঘুরে ঘুরে দেখেন ও অত্র এলাকার মুসল্লি ও বিশিষ্টজনদের সাথে কথা বলেন।
‘কামাল উদ্দিন জামে মসজিদ” এর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, সাহেবেরবাজার স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হারুনুর রশিদ, কামাল উদ্দিন জামে মসজিদের ইমাম মুফতী আব্দুল হান্নান, সাহেবেরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরব আলী, খাদিমনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইলিয়াস আলী, এডভোকেট খোরশেদ আলম, সাহেবেরবাজার হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য শামছুল আবেদীন, সাহেবেরবাজার স্কুল এন্ড কলেজের শিক্ষক হাজী সামছুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তুরক খান, ইঞ্জিনিয়ার মির্জা গিয়াস উদ্দিন, কাজিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমরু হাজী, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ আহমদ, ব্যবসায়ী জামাল আহমদ, সাদ্দাম হোসেন, সাহেবেরবাজারের বিশিষ্ট মুরব্বী আব্দুন নুর, নব-নির্মিত মসজিদের সার্বিক সহযোগী আয়নাল উদ্দিন, মসজিদের বিল্ডিং ঠিকাদার কুতুব উদ্দিন, ব্যবসায়ী মনির উদ্দিন কারিগর, আজির উদ্দিন, হেলন আহমদ, দিলওয়ার হোসেন, সিদ্দিক আলী, ফার্মাশিষ্ট জালাল উদ্দিন, ডা: আলমাস, বিশিষ্ট মুরব্বী আলা উদ্দিন, মাওলানা মোতাওয়াল্লি বিল্লা জালাল, বশির আহমদ, জাহিদ হাসান ও ইলেক্টিক মিস্ত্রি জামাল আহমদ প্রমুখ।