সিলেটে ৮টি কেন্দ্রে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

7

স্টাফ রিপোর্টার :
সিলেটে ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি টেষ্ট পরীক্ষা। আজ শুক্রবার ২৭মে সকাল ১০ টা থেকে ৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- সিলেট এমসি কলেজ, সরকারি মহিলা কলেজ, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি আলিয়া মাদ্রাসা।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান বলেন, ৮টি পরীক্ষা কেন্দ্রে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন ও পাশাপাশি ৮ জন অফিসার কাজ করবেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের হলরুমে ৪০তম বিসিএস পরীক্ষা সুষ্ঠ এবং শান্তিপূর্ণ করার লক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো.মজিবর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়ামিন আরা রুমার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য মো.শামীম আহসান।
এসময় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো.মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার সাদাত, সিনিয়র সহকারী কমিশনার মৌসুমি মান্নান, আফসানা তাসনিম, সহকারী কমিশনার জারিন তাসনিম তাসিন, ফাহমিদা সুলতানা, এন এম ইশফাকুল কবীর, ডিজিএফআই মুকুল, এনএসআই, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহাকারী কমিশনার মো: সেলিমুর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।