কৃষকের মূল্য

17

জিল্লুর রহমান পাটোয়ারী

কৃষকের মূল্য পায় না কৃষক,
শুধুই মাথায় হাত –
পায় না খেতে ভালো খাবার,
শুধুই লবণ ভাত।

ধানের মূল্য পায় না কৃষক,
দেখে না কেউ তারে –
হারিয়ে গেছে কৃষকের সুখ,
দুঃখই শুধু বাড়ে।

সুখের স্বপ্ন আসেনা চোখে,
ক্ষণে যায় মরে –
মৌসুম এলে পাবে বুঝি সুখ,
আশায় নিরাশ ঘরে।

কৃষকের ধন মহাজনে খায়,
মূল্য পায়না ধনে –
হবে বুঝি সুখ আশায় বাঁধে বুক,
মিথ্যা আশায় গুণে।