কাজির বাজার ডেস্ক
স্বেচ্ছাসেবক লীগ নেতা ও অসংখ্য মামলার আসামি পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে এবার জারি করা হয়েছে সাজা পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি এবার সাজা পরোয়ানা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তাকে ধরতে হন্য হয়ে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার জালিয়াতির ও ভ‚মিদস্যুতার একটি মামলায় (কোতোয়ালি জিআর-১৯৪/১৪) পিযুষ ও তার সহযোগীসহ ৯ জনকে ১২ বছরের সশ্রম কারাদÐ দিয়েছেন সিলেট ডিভিশনাল বিশেষ জজ আদালত।
সাজাপ্রাপ্তদের মধ্যে পিযুষের সহযোগী প্রণয়, বিনয়ভ‚ষণ, নোমান ও দুলাল দত্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে পিযুষসহ অপর ৫ সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। তাই আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন। পিযুষ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি গাঁ-ঢাকা দিয়েছেন।
গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় নাশকতা ও হামলার অভিযোগে হত্যা এবং বিস্ফোরকসহ একডজনের অধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। আদালত সূত্র সাজা পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছে।
মামলা সূত্রে জানা গেছে, সিলেট মহানগরের শেখঘাট-ভাঙ্গাটিকরের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষের প্রধান আস্তানা ছিল মির্জাজঙ্গাল লামাবাজার এলাকায়। ২০১৯ সালের ২২ জানুয়ারি ও একই বছরের ১২সেপ্টেম্বর র্যাব -৯ তাকে গ্রেফতার করে। পরে সে জামিনে বেরিয়ে ফের অপরাধ কর্মকাÐ চালাতে থাকে। তবে ৫ আগস্টের পরপরই আত্মগোপনে চলে যান পীযুষ।