হবিগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ৭ জন কারাগারে

30

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে হরতালের প্রথম দিন হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় বিএনপি’র শতাধিক নেতাকর্মীকে আসামী করে পৃথক ৩টি মামলা দায়ের করেছে পুলিশ।
গত রবিবার শহরের শহরের পোদ্দার বাড়িতে ট্রাকে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় রাতে সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী বাদী হয়ে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান, এম এ মন্নানসহ ৩৯ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া শহরের কোর্ট ষ্টেশন এলাকায় ভাংচুর ও বিস্ফোরণের ঘটনায় সদর মডেল থানার এসআই ইব্রাহিম বাদী হয়ে ৩৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে অপর একটি মামলা দায়ের করেন। রবিবার গ্রেফতারকৃত জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদসহ ৭ জনকে এসব মামলায় আসামীভূক্ত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে, কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও নাশতকার অভিযোগে চুনারুঘাটে বিএনপি’র ৩১ নেতাকর্মীকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন এসআই জাহিদ।
সহকারী পুলিশ সুপার সাজ্জাত ইবনে রায়হান জানান, পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।