কানাইঘাট থেকে সংবাদদাতা :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের বিভিন্ন এলাকায় পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে কানাইঘাটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে দুপুর সাড়ে ১২টার দিকে নন্দিরাই বাইপাস পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কানাইঘাট পূর্ব বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। কানাইঘাটে দীর্ঘ কয়েক বছর পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা শোডাউন সহকারে ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক ধানের শীষ বহন করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলে অংশগ্রহণ করে।
কানাইঘাটে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে উত্তেজনা ও শঙ্কা বিরাজ করলেও পুলিশের কঠোর ভূমিকা এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ের মাধ্যমে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিল পরবর্তী উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ জনগণের ভোটাধিকারের দাবী করতে গিয়ে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা, মামলা, দমন-নিপীড়ন এবং শান্তি বিক্ষোভ সমাবেশে গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যা করেছে। তারপরও বিএনপির গণজোয়ার দমিয়ে রাখতে পারছে না সরকার। তিনি আরো বলেন, এখন থেকে দেশবাসীকে সাথে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে রাজপথে অবস্থান করবে। সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে কানাইঘাটে বিএনপির মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করায় জেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহাবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী গোলাম রাব্বানী, জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাইদ আহমেদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মোস্তাক আহমদ, মাহবুব আলম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ওয়েছুর রহমান, হাজী জসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ সোলেমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কাওছার আহমদ বাঙালি, কাউন্সিলর আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ সাবেক ছাত্রনেতা আবুল বাশার, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সিনিয়র সহ সভাপতি রোমান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলমাছ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব শাহিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমদ মেম্বার, সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ জাকারিয়া, ছাত্রদলের আহ্বায়ক কাউন্সিলর আল-আমিন, সদস্য সচিব রাসেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন রাসেল সহ উপজেলা বিএনপির ৯টি ইউনিয়নের নেতৃবৃন্দ।