কানাইঘাট থেকে সংবাদদাতা :
জামায়াতে ইসলাম সিলেট জেলা উত্তরের আমীর হাঃ মাও. আনোওয়ার হুসেন খান বলেছেন, সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো আমাদেরই আপনজন। প্রয়োজনীয় সরকারি সহযোগিতা না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জামায়াত কাজ করে যাচ্ছে। নিজ নিজ অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বুধবার কানাইঘাট উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বীরদল যাত্রী ছাউনিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন হাঃ মাও. আনোওয়ার হুসেন খান।
কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল করীমের সভাপতিত্বে ও সদর ইউপি জামায়াতের সভাপতি জুবায়ের আহমেদ ইউসুফের পরিচালনায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য আব্দুল¬াহ আল ফারুক, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি ফয়সল আহমেদ, হাঃ আবুল খায়ের, মাওঃ সাইফুল আলম, শামীম আহমদ, সাবেক ছাত্রনেতা নাদিম আহমেদ প্রমুখ।