একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ বর্ধিত সভা শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ মার্কার বিজয়ের লক্ষ্যে সকল ভয়ভীতি উপেক্ষা করে দলীয় নেতাকর্মী মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যৌথ সভায় উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন, মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর সহ সম্পাদক মাওলানা শফিউল আলম, হাফিজ আব্দুস সামাদ, সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, অর্থ সম্পাদক মাওলানা রশিদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, মহানগর জমিয়ত নেতা শামীম আহমদ, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা আব্দুল্লাহ মাসরুর, যুব নেতা হাফিজ মাসউদ আজহার, মাওলানা আফজল হোসাইন খান, মাওলাা ফয়ছল আহমদ, জাবির আহমদ জুলফিকার, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফরহাদ আহমদ, আব্দুল্লাহ আল মামুন খান, হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ। বিজ্ঞপ্তি