কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শমসেরের নগর মৌজা থেকে আদালতের আদেশ অমান্য করে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। কাঁঠালবাড়ি গ্রামের আলতাফ আলীসহ ৫ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এই দরখাস্ত দায়ের করেন। সোমবার (৩ অক্টোবর) দায়ের করা দরখাস্তে তিনি উল্লেখ করেন, কোম্পানীগঞ্জ উপজেলার শমসেরের নগর মৌজার ৬৩ নং এসএ ও ৪৬ নং বিএস খতিয়ানে (সাবেক খতিয়ান ১৩ ও দাগ নং ১০৫) বর্তমান খতিয়ান ৯৫ ও ৬৩৩ এবং ৬৩৫ নং বিএস দাগে আমার স্বত্ব দখলীয় ভূমি থেকে কাঁঠালবাড়ি গ্রামের মোহাম্মদ আলী, মোঃ নজরুল, আরাফাত ও বুড়দেও গ্রামের জসিম উদ্দিন এবং আলী আহমদ জোর পূর্বক মাননীয় সহকারী জজ কোম্পানীগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেলচা, কুদাল, ইত্যাদি সরঞ্জাম দিয়ে বালু উত্তোলন করে আমার স্বত্ব দখলীয় ভূমি নষ্ট করা সহ অপূরনীয় ক্ষতি সাধন করছে। এ ছাড়াও মোহাম্মদ আলীর বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। যে মামলায় তিনি কারাভোগ করেছেন।
আলতাফ আলীর ছেলে নবী হোসেন জানান, রাতের আঁধারে নৌকা দিয়ে মোহাম্মদ আলী গং বালু উত্তোলন করে আসছ। পুলিশ ২/৩ দিন সেখানে অভিযানও করেছে। এর পরেও তারা বালু উত্তোলন বন্ধ করেনি। সুযোগ পেলেই তারা এখান থেকে বালু উত্তোলন করে। আমরা বাঁধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকিও দেয় তারা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে এখানে পুলিশ অভিযান করেছিল বলেও জানান তিনি।