চলন্ত সিএনজি-অটোরিক্সায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

55

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে সিএনজি-অটোরিক্সায় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের মেধাবী কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার প্রতিবাদে মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে মামলার প্রধান আসামীকে গ্রেফতারের জোর দাবি জানান। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর দিবাংশু দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, এসএমসি সদস্য হামিদুল হক চৌধুরী বাবর, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ব্যবসায়ী ইব্রাহীম আহমদ সুমন, যুবলীগ নেতা বদরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাহাত চৌধুরী, জনি চৌধুরী। সভায় বক্তারা অবিলম্বে মামলার মূল আসামী সিএনজি চালক আব্দুল মতলিবকে গ্রেফতার করে দুষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় কমলগঞ্জের মুন্সীবাজার জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পথে পরানধর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কলেজ ছাত্রী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীর কাকা (চাচা) শিবুল শীল বাদি হয়ে শুক্রবার দু’জন কে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।