মোঃ বুলবুল হোসেন :
কি চমৎকার দেখতে বলো
গাছে কদম ফুল,
তাই না দেখে পাড়া জুড়ে
লাগছে হুলুস্থুল।
রোদ আর বৃষ্টির খেলার মাঝে
জমছে মেলা খুব,
ইচ্ছে করে ওদের মাঝে
আমিও দেই ডুব।
কদম গাছটা পানির মাঝে
হাবুডুবু খায়,
তাই না দেখে খোকা সোনা
ফিরে ফিরে চায়।
কদম ফুলের দোকান দেবে
যায় নদীর ওপার,
কেউ বা আবার ঘর বানাবে
কেউ দিবে সাঁতার।
কেউ বা আবার বাবার সাথে
যায় সাঁতার শিখে,
স্মৃতি গুলো মনে পড়ে
বর্ষার দিন দেখে।