হৃদরোগের লক্ষণসমূহ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের সবার জেনে রাখা উচিত। দেশের মানুষের জীবনযাত্রার ধরণ হৃদরোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ। তাই এই ব্যাপারে প্রত্যেকেরই সচেতনতার প্রয়োজন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত গণমুখী সেমিনার অনুষ্ঠানের পূর্বে র্যালীতে অংশ গ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এ কথা বলেন। তিনি আরো বলেন হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে, দেশে বর্তমানে উন্নত মানের চিকিৎসা হয়। ড. মোশাররফ বলেন হৃদরোগ থেকে মুক্ত থাকতে হৃদবান্ধব খাদ্যাভাস গড়ে তুলতে হবে এর কোন বিকল্প নেই। একই সঙ্গে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন। কেবল ওষুধ নয় খাদ্যাভাসই পারে হৃদরোগ থেকে মুক্ত রাখতে।
র্যালী পরবর্তী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ এর সভাপতিত্বে পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় এবং হাফেজ আব্দুল বাছির কর্তৃক কোরআন তেলাওয়াতের পর বিশ্ব হার্ট দিবসের গুরুত্ব সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর।
সেমিনারে হৃদরোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে বক্তব্য রাখেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মোঃ খালেদ মহসিন, করোনারী হৃদরোগ সমন্ধে বলেন সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ইকবাল আহমদ, উচ্চ রক্তচাপ নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট ডা. কৌশিক মজুমদার, জন্মগত হৃদরোগ নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন সিনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা তাজিন এবং ভালবোলার হার্ট ডিজিজ সম্পর্কে বলেন সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ ইবনে আমিন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি এম মুহিবুর রহমান, সহ সভাপতি প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, সহ সভাপতি এমএ করিম চৌধুরী, কোষাধ্যক্ষ জামিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. হাবিবুল্লাহ সেলিম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মালিক জাকা, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক ও সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান এবং উপ পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী। বিজ্ঞপ্তি