সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬৪ জন, মোট আক্রান্ত ৫৬৩

35

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৬৪ জন মিলিয়ে এ বিভাগে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে। স্বাস্থ্য বিভাগের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সিলেটে ১১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ২৫ জন করে আক্রান্ত হয়েছেন। বুলেটিনে জানানো হয়, মোট আক্রান্ত ৫৬৩ জনের মধ্যে সিলেটে ২৩৬ জন, হবিগঞ্জে ১৫৬ জন, সুনামগঞ্জে ৮৮ জন ও মৌলভীবাজারে ৮৩ জন। এছাড়া, এ বিভাগে এ পর্যন্ত ১৫৭ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয় বুলেটিনে। এর মধ্যে সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৭০ জন ও মৌলভীবাজারে ৮ জন রয়েছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ১৬৯ জনের মধ্যে সিলেটে ৫০ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিভাগে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৮ জন মারা গেছেন। এছাড়া, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।