দেশের মানুষ আজ পুলিশী নির্যাতনে একেবারে অতিষ্ঠ। সরকারের দমন নীতিতে জাতি আজ স্থস্তিত। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে নির্যাতন চালিয়ে মামলায় জড়িত করে চলমান আন্দোলনকে দমিয়ে রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষ আজ এ সরকারের পতন চায়, গণতন্ত্রের মুক্তি চায়। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত বেগম জিয়ার নির্দেশে আন্দোলন চলবে। বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচী পালন শেষে স্থানীয় মীরপুরে গতকাল বুধবার বিকালে উপজেলা বিএনপির সভাপতি লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ এর সভাপতিত্বে এবং কবির আহমদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ একথা গুলো বলেন। সভায় বক্তারা দেশব্যাপি গণগ্রেফতার, পুলিশী হয়রানী এবং জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক এম এ মতিনকে গ্রেফতারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু হুরায়রা সাদ মাষ্টার, এম এ নুর, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সৈয়দ মুছাব্বির আহমদ, মোঃ শিশু মিয়া, আখলুল করিম, মোঃ রুনু মিয়া, মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, হাজী সুহেল আমীন, আব্দুল মতিন, মোঃ খালিদ মিয়া, আবু বক্কর, আক্তার মিয়া, সুহেল আহমদ, আনোয়ার মিয়া, আছকন্দর আলী, যুবদল নেতা, মোঃ দিলু মিয়া, আলীম উদ্দীন, ফজলুল হক আমিনী, রেজাউল করিম, মোঃ অপু মিয়া, ফখরুল গনী, মাজহারুল ইসলাম, ছাত্রদল নেতা জুবেদ আলী লখন, এম এ বশির রুহেল, নাছিম আহমদ রুহেল, নুরুল আমীন, সামায়ুন খান, মোঃ শিপু খান, আলিউল আহমদ, সৈয়দ কিবরিয়া, ফয়জুল ইসলাম, মিজানুর রহমান জনি, শরীফ খান, পারভেজ ইসলাম, কাউছার আহমদ, দেলওয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি