লেখককে ২৪ ঘন্টা সময় দিলো ভাটিপাড়াবাসী

10

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
মিফছার আহমদ চৌধুরী প্রনীত “ভাটিপাড়া জমিদার পরিবারের ইতিহাস” গ্রন্থে ভাটিপাড়ার সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে মানহানিকর তথ্য উপস্থাপনের প্রতিবাদে বিক্ষো সমাবেশ করেছে সংক্ষুব্ধ ভাটিপাড়াবাসী।
শুক্রবার বিকেলে ভাটিপাড়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার এর সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহজাহান কাজী, কবি আবিদ ফায়সাল, প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, কাজী আবু তালেব, যুবলীগের ইউনিয়নের সভাপতি কাজী সানোয়ার হোসেন, ইউপি সদস্য সামছুল ইসলাম, ছামিন নুর, সাবেক মেম্বার সালেক নুর, সাংবাদিক আবু তাহের চৌধুরী, সৈদুর রহমান তালুকদার, বিশিষ্ট মাতব্বর আব্দুল খালেক, মুজাহিদ চৌধুরী, সাবেক মেম্বার মুহিবুর রহমান, যুবলীগ নেতা সফিউর রহমান পিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, লেখক উদ্দেশ্য প্রণোদীতভাবে এ এলাকার সম্মান হানির চেষ্টা করেছেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্ব শরিরের গ্রামে এসে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং বইয়ের প্রকাশনা বন্ধ করতে হবে। নতুবা আদালতে মানহানী মামলা করা হবে।