ছাত্রলীগ নেতা অনিক দাসের পিতার পরলোকগমন

101

সিলেট সরকারী কলেজের ছাত্রলীগ নেতা অনিক দাসের পিতা অরুণ দাস মৃত্যুবরণ করেছেন (ওঁ বিষ্ণ দিবাং লোকান স্ব গচ্ছতি)। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় তার নিজ নগরীর শিবগঞ্জ খরাদীপাড়া বৈশাখী ৬০ নং বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনির স্ত্রী, ২ পুত্র, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্যক গুণগাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর চালিবন্দর শ্মশানঘাটে অরুণ দাসের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি