মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুড়া ইকোপার্কের ৩৬ একর জমি অবৈধ দখলদারের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বন বিভাগ।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরের দিকে মৌলভীবাজার জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই অভিযান চালায়।
বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এসময় ভূমিতে নির্মিত ৮টি ঘরই ভেঙে পুনরুদ্ধার করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির আহমদ, সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্রসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ৩৬ একর জমি পড়েছে মৌলভীবাজার সদর উপজেলার লাউরাগা রিজার্ভ ফরেস্ট মৌজায় (খতিয়ান নম্বর ৩, জেএল নম্বর ১৭৫)।
এই মৌজার গোমড়া এলাকায় সংরক্ষিত বনভূমি বর্ষিজুড়া ইকোপার্কের জমি স্থানীয় আশিক মিয়াসহ কয়েকজন দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছিলেন।
এমনকি তারা ইকোপার্কের জমিতে অবৈধভাবে মাটির, আধা পাকা ও টিনের ৮টি ঘর নির্মাণ করা হয়েছিল। ২০১৭ সালের ১৩ জুলাই মৌলভীবাজার সদর ভূমি অফিস, বন বিভাগ ও এলাকাবাসীর উপস্থিতিতে যৌথ জরিপ করা হয়। এর মাধ্যমে বনভূমির সীমানা চিহ্নিত করা হয়।
বন বিভাগ বিভিন্ন সময়ে ওই জমি থেকে দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নেয়। কিন্তু দখল ছাড়েনি। উচ্ছেদ করতে গেলে দখলদাররা বন বিভাগের লোকজনের ওপর হামলা চালান। এ নিয়ে মামলা-মোকদ্দমা আদালতে হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন,করোনার ভাইরাসের কারণে উচ্ছেদ অভিযান বিলম্ব হয়েছে। পুনরুদ্ধার করা জমিতে কিছুদিনের মধ্যেই গাছ লাগানো হবে বলে তিনি জানান।