স্পোর্টস ডেস্ক :
মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমার কোন আভাস নেই। বরং দিনকে দিন এর ভয়াবহতা বেড়েই চলেছে। যে কারণে গোটা বিশ্বের মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ক্রীড়াঙ্গনও মুখ থুবড়ে পড়েছে। এখন সবাই খেলা বাদ দিয়ে জীবন বাঁচাতে লড়াই করছেন।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখছেন স্বাস্থ্যকর্মী তথা চিকিৎসকরা। সব দেশেই করোনা আক্রান্তদের চিকিৎসায় নিজেদের জীবন বাজি রেখে চলেছেন তারা। তাই তো স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন সময়ের দুই সেরা ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই সুপারস্টপার নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছেন করোনা আক্রান্তদের চিকিৎসায় সহায়তা দিতে। শুধু তাই নয়, মেসি তার ক্লাব বার্সিলোনা ও রোনাল্ডো জুভেন্টাসের কাছ থেকে বেতন কম নিচ্ছেন। তাদের এই মহতী প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে গোটা দুনিয়া।
এই মুহূর্তে নিজের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছেন প্রতি দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। এমনকি অন্যদের বাঁচাতে গিয়ে তারা নিজের জীবনও দিয়ে দিচ্ছেন অকাতরে। সেসব জাতীয় বীর স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে সম্মান ও সমর্থন জানিয়েছেন রেকর্ড ছয়বারের ফিফা সেরা তারকা মেসি। আর্জেন্টিনা ও বার্সিলোনা অধিনায়ক শুধু শ্রদ্ধা জানিয়েছেন তা নয়, এর আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিপুল অঙ্কের অর্থ দান দানের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও আইন শৃঙ্খলাবাহিনীর প্রতিও শ্রদ্ধা জানান। গত শনিবার ছিল বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহের শেষদিন। ইভেন্টটির কথা ভুলে যাননি মেসি।
করোনার বিরুদ্ধে যুদ্ধে নামা পৃথিবীর সব স্বাস্থ্যকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে চিকিৎসকের হাতে নেয়া এক শিশুর ছবি পোস্ট করে মেসি লেখেন, বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ শেষে হয়েছে এবং ইউনিসেফের সঙ্গে একত্রে, আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই স্বাস্থ্যকর্মীরা যে কাজ করে যাচ্ছে তার প্রতি। ২০১৪ বিশ্বকাপের সেরা এই ফুটবলার আরও বলেন, করোনাভাইরাস থেকে আমাদের নিরাপদে রাখার জন্য নিজের পরিবার থেকে দীর্ঘদিন ও দীর্ঘরাত পরিবার থেকে দূরে আছেন সেসব অজ্ঞাতনামা নায়করা। এত কিছু সত্ত্বেও তারা তাদের মহৎ অঙ্গীকার রেখে যাচ্ছেন প্রসূতি মহিলা, শিশু ও কিশোরদের সেবা ও নিরাপত্তা দিয়ে। তাদের স্যালুট জানাই।
অন্যদিকে কঠিন এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল এ্যাকাউন্টে একটি পোস্টে বিশ্বের সবাইকে একত্রে কাজ করার অনুরোধ জানিয়েছেন সি আর সেভেন। সেইসঙ্গে মেসির মতো তিনিও বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহে তাদের শ্রদ্ধা জানিয়েছেন। টুইটারে পাশাপাশি দুটি ছবি পোস্ট করেছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। একটি ছবিতে দেখা যাচ্ছে, জন্মভূমি পর্তুগালের পতাকার রঙে একটি মাস্ক পরে আছেন ও অন্যটিতে ইতালির মাস্ক ব্যবহার করেছেন। ছবির ক্যাপশনে রোনাল্ডো লিখেছেন, বিশ্ব এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের সকলের ঐক্যবদ্ধ ও সচেতন থাকা।
সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়ে রোনাল্ডো বলেন, এই ভয়াবহ অবস্থায় আমাদের সকলের উচিত চিকিৎসকদের পরামর্শ মেনে চলা। এই মুহূর্তে তারা আসল নায়ক। সকল স্বাস্থ্যকর্মীদের হৃদয় থেকে সম্মান জানাই। আসুন আমরা সকলে ঘরে থাকি, সাবধানে থাকি।