সাইমুম হাবীব

24

নৃত্যশিল্পী :

তোমার পায়ের শব্দ নর্তকীর নৃত্যের মতো;
ঠিক যেন ঝনঝন করতে থাকা যাপিত ঝুমুর।
তুমি সেটা যতই লুকানোর চেষ্টা করো না কেন
দিন শেষে তোমাকে আমার নৃত্যশিল্পী মনে হয়।
তোমার থেকে যাওয়ার মিথ্যা অভিনয়;
তোমার বাকযন্ত্রের প্রতিটি শব্দ;
আমাকে জলন্ত পুড়ে যাবার ভয় দেখায়।
কারণ, আমি তোমাকে চিনতে পারা এক কৃত মানুষ;
আমি জানি এ তোমার উত্তরণের এক ছোট্ট শিল্প মাত্র।
তোমার চুলের জ্বালাময়ী গন্ধ
ডেকে আনে যৌবনের দায়িত্ব নিতে চাওয়া আতিথ্যকে।
আর তোমার যৌবনপোড়া মরাকাঠ দেহখানি
খোঁজ করে ঘুণে ধরা নাগরের নতুন ঠিকানা।
গুণগুণ করতে থাকা তোমার ঘর
আমার কাছে মনে হয়-
রাতভর ফুটপাতে খুঁজতে থাকা নষ্ট নারীর আকুলতা।
কিন্তু আমি নিবৃতে দুঃস্বপ্নের সাথে কানামাছি খেলি;
কারণ, আমি জানি তুমি একজন শিল্পী।