শরৎ এলে :
শরৎ এলে ভোর বিহানে
শিশির পড়ে ঘাসে,
খালে বিলে জলাশয়ে
শাপলা শালুক হাসে।
শরৎ এলে নদীর তীরে
সাদা কাশের ফুলে,
শালিক ডাকে কিচিরমিচির
উড়ে হেলে দুলে।
শরৎ এলে গাঁয়ে গাঁয়ে
তালের পিঠা করে,
নাইয়র আসে নতুন জামাই
গায়ের প্রতি ঘরে।
শরৎ এলে হাট-বাজারে
নানা সবজি ওঠে,
ফুল বাগানে শিউলী বকুল
নয়নতাঁরা ফোঁটে।।