আইনি সেবা দিতে বিট পুলিশিং কাজ করছে – অতি. পুলিশ সুপার

22

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার বলেছেন, দেশের উন্নয়নের অন্তরায় হচ্ছে জঙ্গিবাদ সহ সামাজিক ব্যাধি অপরাধ। সেই অপরাধ প্রবণতা রোধে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশের আইনি সেবা পৌছে দিতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কাজ করছে। তাই এলাকার অপরাধ প্রবণতা রোধে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন পর্যায়ের বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও এসআই হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার বিল্লাল হোসেন। সভায় বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাসিম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, ইউপি সদস্য তারা মিয়া, যুবলীগ নেতা আলাল হোসেন রানা, সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া প্রমুখ। সভায় এ এসআই শাহিন আলম চৌধুরী, ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন লিটন, আবদুল কাইয়ূম, ছালিক মিয়া, ইকবাল হোসেন সাজাদ, সমাজকর্মী সিপন মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া প্রমুখ।