শরৎ :
মৌ মৌ মৌ মিষ্টি বাতাস ঝরে পড়ে গায়ে
পিউপাপিয়া গান করে রোজ আমড়া গাছের ছায়ে।
ফুলের ঘ্রাণে মাতাল করে প্রতি দিবস ক্ষণ
কাব্য হয়ে যায় যেন হায় কবি হৃদয় মন।
মেঘমালারা দূরে পালায় দেখো কতোশত
কাশফুলেরা সুবাস ছড়ায় নিত্য মনের মতো।
ডাহুক ডাকে কচু ক্ষেতে হাঁসরা করে খেলা
ঝিলের ধারে বসছে দেখো মাছরাঙাদের মেলা।
বকের সারি উড়তে থাকে মাথার উপর দিয়ে
চড়ুইভাতি ফুর্তি আহা! আজ পুতুলের বিয়ে।
শরৎ এলো, এলো শরৎ বাংলা আমার দেশে
মনের খুশি বাঁধ মানে না, গোমড়া দিলো হেসে।