জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৭৭ কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে। ১৭ আগষ্ট বুধবার পৌর ভবনে অনুষ্ঠিত বাজেট পেশ অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ আক্তার হোসেন। এতে ব্যয় দেখানো হয় ৭৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ও উদ্বৃত্ত দেখানো হয় ৬ লাখ ৯৫ হাজার টাকা।
জগন্নাথপুর পৌরসভার মেয়র মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, জিতু মিয়া, প্রভাষক আবদুর রউফ, সাংবাদিক শংকর রায়, আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক আবদুল ওয়াহিদ, হুমায়ূন কবির ফরিদী প্রমুখ। এ সময় পৌর কাউন্সিলর শাহিন আহমদ, ছমির উদ্দিন, নারী কাউন্সিলর বাহারজান বিবি, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা হেলাল আবেদীন, রশিদ আলী, এলাইছ মিয়া সহ পৌর কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক রিয়াজ রহমান, হুমায়ূন কবির, ইয়াকুব মিয়া, রাহুল মিয়া, নিকেশ বৈদ্য সহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আহমদ ও গীতাপাঠ করেন সতীশ গোস্বামী।