কাজিরবাজার ডেস্ক :
জনগণের করের টাকায় বেতন হয়- এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সরকারি চাকুরেদের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, ‘জনগণের টাকা খাচ্ছেন। তাদের জন্য কাজ করেন। দিনের কাজ দিনে শেষ করবেন, বসিয়ে রাখবেন না।’
শনিবার রাজধানীর এনইসি ভবনে স্টেকহোল্ডারর্স কনসালটেশন ওয়ার্কশপ অন এডিপি-আরএডিপি বাজেট ম্যানেজমেন্ট সিস্টেমের (এবিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মান্নান।
ডিজিটাল প্রযুক্তির যুগে নানা সুযোগ-সুবিধা নেওয়ার পরও কাজের বেলায় ‘এনালগ’ থাকায় কর্মকর্তাদের সমালোচনা করেন মন্ত্রী। আহ্বান জানান, এই খোলস থেকে বেরিয়ে আসার।
মন্ত্রী বলেন, ‘ডিজিটাল যুগে এসেও এনালগ যুগের কাজ করব না। আমাদের কাজ স্লো হলে জাতির জন্য মঙ্গলকর হবে না।’
‘আপনি কাউকে ভয় পাবেন না। এখানে মন্ত্রী-সচিব সবাই সমান। আমরা নিজের কাজগুলো নিজেরা করব।’
ডিজিটাল ডাটাবেইজ সিস্টেমের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকারি প্রকল্পগুলোতে প্রচুর অর্থ ব্যয় করছে। কিন্তু কাজের বেলায় কিছুই হচ্ছে না। কাজের প্রতি দরদ নেই। আপনারা এই খোলসের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। খোলসে কেবল জনগণের ক্ষতি হয় না, সরকারেরও ক্ষতি হয়। আমাদের মধ্যে অসংখ্য জনজাট আছে। আসুন এগুলো বাদ দেই।’
যেকোনো জায়গায় ফাইল নিয়ে আসার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার কাছে আপনারা নিজের পছন্দমতো ফাইল নিয়ে আসেন। কিন্তু জনকল্যাণমূলক ফাইল আনেন না, এটা করবেন না। আমি আপনাদের বিশ্বাস করে সব ধরনের ফাইল অনুমোদন করে দেই।’
কর্মশালায় পরিকল্পনা সচিব নূরুল আমিন বলেন, ‘বছরের শেষ বেলা এসে প্রতিটি মন্ত্রণালয় ফাইল পাঠাচ্ছে অর্থ ছাড়ের জন্য। প্রকল্পগুলোর সঠিকভাবে বাস্তবায়ন নিয়ে আমার যথেষ্ট চিন্তা হচ্ছে।’
‘আগামীতে এসব প্রকল্প ১৫ জুনের মধ্যে শেষ করার জন্য বলা হবে। আমরা সব ফাইল অনলাইনভিত্তিক করব। যাতে ফাইল নিয়ে দৌড়ঝাঁপ করতে না হয়। আমাদের অফিস হবে পেপার লেস।’