আজমিরীগঞ্জে প্রথমদিনে করোনার টিকা নিলেন ১৭২০ শিক্ষার্থী

5

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনা মহামারি প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৫ থেকে ১১ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
প্রথমদিনে ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছরের ১ হাজার ৭২০ জন শিক্ষার্থী এই টিকা গ্রহণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই টিকা প্রদান কার্যক্রম। আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে। টিকা প্রদান করা হবে ৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের।
শরীফ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হক সাদিয়ার অভিভাবক রিজভী হক বলেন, প্রথমে একটু ভয় পেয়েছে কিন্তু টিকা নেয়ার পর সাদিয়ার ভয় কেটে গেছে। পরিবারের সবাই টিকা নিয়েছি এখন বাচ্চাদের টিকা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তিবোধ করছি।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও চিকিৎসক সোহরাব হোসেন বলেন, আজ প্রথমদিনে আমরা নয়টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৭২০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করেছি। পর্যায়ক্রমে উপজেলার ৬৫টি প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক, মাদ্রাসা পড়ুয়া ৫ থেকে ১১ বছরের সকল শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হবে।