কে. বি এহিয়া ওয়াক্ফ এস্টেটের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভাগীয় কমিশনার ॥ বিশ্বাসঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে বিশ্বের বুকে এক কালো অধ্যায় রচিত করেছিল

61

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর শেখঘাটস্থ DSC_0033 copyকে.বি এহিয়া ওয়াক্ফ এস্টেট আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ও কে.বি এহিয়া ওয়াক্ফ এস্টেট মোতাওয়াল্লী ড. মোছাম্মত নাজমানারা খানুম বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির অবিচ্ছেদ অংশ। বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্ব এবং দুরদর্শী চিন্তার সর্বোপরি দেশের প্রতি গভীর মমত্ববোধ থাকার কারনে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই মহান নেতাকেই দেশের কতিপয় লোভী, বিশ্বাসঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ স্বপরিবারে হত্যা করে বিশ্বের দরবারে একটি কালো অধ্যায় রচিত করেছিল। বর্তমানে তার সুযোগ্য উত্তরসূরী আমাদের মহান নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এতে সকল দেশবাসীর সহযোগিতা একান্ত কাম্য। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সকলকেই দেশের উন্নয়নে একসাথে কাজ করা ও দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।
বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও কে. বি এহিয়া ওয়াক্ফ এস্টেট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এরশাদ মিয়ার পরিচারনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, বিভাগীয় কমিশনারের সি.এ সুযোগ চন্দ্র চন্দ, কে. বি এহিয়া ওয়াক্ফ এস্টেট এর কর্মকর্তা শাহিদ মোবারক, ম্যানেজার মোঃ আব্দুর রহমান, নায়েব ফয়েজ আহমদ, অফিস সহকারী রুহুল আমিন রুহেল, তহশীলদার এইচ এম আমীর আলী প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও দোয়া পরিচলনা করেন বিভাগয়ি সদর দপ্তর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহা: আলমগীর হোসাইন। বিজ্ঞপ্তি