জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি-জামায়াত কর্তৃক দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট বুধবার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সদস্য সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ আলী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইলিয়াছ মিয়া, সদস্য আকমল খান, নুরুল হক, আফু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হাই, ক্রীড়া সম্পাদক জীবন গোপ, উপজেলার মিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কলকলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ফখরুল হোসেন, সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান, ছামির আলী, যুগ্ম-সম্পাদক সুহিন আহমদ দুদু, পাটলি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আবদুল গফুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন হোসেন, পাইলগাঁও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আ’লীগ নেতা কলমধর আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, তাজ উদ্দিন, যুবলীগ নেতা আবদুল মতিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু, আক্তার হোসেন, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, শাওন আহমদ, মিঠন দেব, যুগ্ম-সম্পাদক ফরহাদ আহমদ, জাহিদ আহমদ জিম্মাদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম-আহবায়ক কামরান আহমদ প্রমুখ।