সিলেট জেলা ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপের উদ্যোগে সিলেট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) দিনব্যাপি গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে ও ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সিলেট জেলা ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপের নেতৃবৃন্দ।
নগদ অর্থ ও ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন শতাব্দির ভয়াবহ বন্যায় যেভাবে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা পূরণ হওয়ার নয়। সবাইকে দলমত নির্বিশেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এগিয়ে আসতে হবে। সমাজে গরীব অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন এর মফিজনগর ও মারওয়া টিলা গ্রামে নগদ অর্থ প্রধান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুবেল আহমদ, আতাউর রহমান বাদশা, হাজী আব্দুল আওয়াল জসিম, নজরুল হক, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ, এলাকার মুরব্বী গোলাম মস্তফা, আজর আলী, ইদন আলী, ফারুক মিয়া মাওলানা আকবর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি