জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে গাড়িতে যাত্রী উঠানো নিয়ে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।
স্থানীয়রা জানান, ১ নভেম্বর রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার চিলাউড়া বাজারে একটি মিশুক গাড়িতে যাত্রী উঠনো নিয়ে ইজিবাইক (টমটম) গাড়ি চালক জুবেল মিয়া ও যাত্রী রফু মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে যাত্রী রফু মিয়ার লোকজন এসে টমটম চালক জুবেল মিয়াকে মারপিট করেন। এ সময় জুবেল মিয়া পালিয়ে একটি দোকানে গিয়ে আশ্রয় নিয়েও রক্ষা পায়নি। এ ঘটনার জের ধরে উত্তেজিত টমটম গাড়ির চালকরা চিলাউড়া গ্রামের নিরীহ ব্যক্তি মহরীর বশির মিয়াকে মারপিট করেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এসব হামলা ও পাল্টা হামলার ঘটনায় গাড়ি চালক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে জগন্নাথপুর-চিলাউড়া সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয় চালকরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে চিলাউড়া গ্রামের শালিসি ব্যক্তি শহিদুল ইসলাম বকুল ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আবদুল গফুর সহ শালিসি ব্যক্তি গণের মধ্যস্থতায় এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর হস্তক্ষেপে বেলা দেড় টা থেকে আবারো গাড়ি চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি ২ নভেম্বর সোমবার বিকেলে শালিস বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার সিদ্ধান্ত হয়েছে।