বন্যার্তদের মধ্যে মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর পক্ষ থেকে ২য় পর্যায়ের ত্রাণ বিতরণ শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর সেনের বাজারে সম্পন্ন হয়েছে।
সিলেট বিবেক এর সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর নেতৃত্বে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং উত্তর কুশিয়ারা ইউপির সদস্য জামাল মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিবেকের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য স্বপন পাল চৌধুরী, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, অসিত বরণ হালদার ও শুভানুধ্যায়ী সদস্য রমাকান্ত গুপ্ত রূপু। পালপাড়ার পক্ষে উপস্থিত ছিলেন, সুদীপ পাল, রঞ্জু পাল, রেবতী পাল, পিন্টু পাল, পল্টু পাল প্রমুখ।
তাদের সহযোগিতায় ছালেপুর, পশ্চিমপাড়া, দিনপুর, পাঠানচক, কালীপুতা, কোনাপাড়া, বন্যার্ত গ্রামবাসীর মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ আর্ত-পীড়িত মানবতার সেবায় এমন সব কার্যক্রম অব্যাহত রাখার কথা পূণর্ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আরো বলেন, মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন সবাই মিলে এই দুর্যোগকে আমরা মোকাবেলা করি। বিজ্ঞপ্তি