জ্যৈষ্ঠ মাসের ফল :
জ্যৈষ্ঠ মাসে গাছে পাকে
আম আতা লটকন,
পাকা ফলের মিষ্টি গন্ধে
আনচান করে মন।
জ্যৈষ্ঠ মাসে আরো পাকে
আনারস জামরুল,
আমরা তাহা খেতে নাহি
কভু করি ভুল।
কাঁঠাল তরমুজ পাকে জ্যৈষ্ঠে
খেতে লাগে বেশ,
আমরা তাহা যতোই খাই
কাটে না মনের রেশ।
জাম লিচু ডেউয়া সফেদা
জ্যৈষ্ঠ মাসে পাই,
আমরা তাহা মনের হর্ষে
মজা করে খাই।
পুষ্টিগুনে ভরপুর হলো
জ্যৈষ্ঠ মাসের ফল,
নিয়মিত ফল খেলে তাই
বাড়ে দেহের বল।
প্রতি বছর জ্যৈষ্ঠতে হয়
অধিক ফলের চাষ,
কৃষক তাহা বিক্রি করে
পায় বাঁচার আশ।