জকিগঞ্জে নিহত হোটেল ব্যবসায়ীর দাফন সম্পন্ন, মামলা হয়নি

24

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে সৎ ভাইয়ের হাতে খুন হওয়া হোটেল মালিক কামাল আহমদের লাশ ময়না তদন্ত শেষে বুধবার বিকলে জকিগঞ্জ বাজারস্থ বাসায় আনা হয়। লাশ বাসায় আনার পর ব্যবসায়ী কামাল আহমদকে দেখতে বাসায় ভীড় জমান ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। এ সময় ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ হোটেল মালিক কামালের ঘাতক জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মাগরিবের নামাজের পর টাউন ঈদগাহে তার জানাযার নামাজ শেষে কেছরী গোরস্থানে দাফন করেছেন স্বজনরা। জানাযার নামাজে উপস্থিত ছিলেন রাজনীতিবীদ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এদিকে হত্যাকান্ডের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, নিহতের লাশ নিয়ে স্বজনরা সিলেট ময়না তদন্তে থাকায় তারা কোন মামলা দায়ের করতে পারেনি। তবে মামলা দায়ের করা হবে বলে জানান স্বজনরা। অপরদিকে ব্যবসায়ী কামাল আহমদকে কুপিয়ে হত্যার দায়ে আটক সৎ ভাই জাকিরকে পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। ঘাতক জাকিরকে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা ও ছুরি উদ্ধার করা হয়েছে।