দোয়ারাবাজারে চোরাই চিনিসহ বাবা-ছেলে গ্রেপ্তার

7

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারত থেকে চোরাই পথে আনা চিনিসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে বালিছড়া এলাকায় নিজেদের ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রফিকুল ইসলাম (৪০) এবং তার ছেলে আল আমিন (১৯)। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরের দিকে বালিছড়া এলাকায় রফিকুল ইসলামের ঘরে অভিযান চালিয়ে তিন হাজার ৩৫০ কেজি (৪৭ বস্তা) ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে, বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট এলাকার আব্দুল আলীর ঘরে তল্লাশি চালিয়ে আরও দুই হাজার কেজি (৪০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য চার লাখ ৩৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তারা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।