নির্জন সবদিক

11

শিরিন আফরোজ :

সন্ধ্যা হলে শহর জুড়ে
নিরবতার সাজ,
অন্যরকম মন খারাপে
নির্জন চারিপাশ।
ব্যস্ত শহর প্রাণ হারালো
মানুষ ঢুকলো ঘরে,
প্রয়োজনে বের হলেও মানুষ
ভয়ে ভয়ে মরে।
অলিগলি, পাড়া, মহল্লা
সবদিকে নিরবতা,
এমনভাবে কতোদিন চলবে
সকলের একেই চিন্তা।
কিসের থেকে কি হলো
করোনা এলো দেশে,
ভয়ংকরের রাজা যেন সে
আসলো জমের বেশে।
যেখান থেকে আসছো আসো
এবার বিদায় নাও,
পৃথিবীটাকে শান্ত করো খোদা!
একটু ফিরে চাও।