জিল্লুর রহমান পাটোয়ারী

7

জ্যৈষ্ঠ এলো :

জ্যৈষ্ঠ এলো আমের বনে,
কত্ত লাগে সুখ –
রংবেরঙের পাকা আমে,
রাঙিয়ে যেত মুখ।
আম কুড়ানোর মজা খুবই,
দেয় বাতাসে দোল-
কি আনন্দ নাচে যে মন,
তাই বেঁধেছে গোল।
আমের শাখায় আম দুলদুল,
দোলনা পেতে খেলা –
জ্যৈষ্ঠ মাসে আম কুড়াতে,
যাচ্ছে কেটে বেলা।
জ্যৈষ্ঠ মাসের মিষ্টি আমের,
রসে রাঙিয়ে মুখ –
আম কুড়াতে আনন্দ তাই,
ভরিয়ে যেত বুক।