খুকুমণি :
ভালো লাগে খুকুমণির
ওই যে মুখের হাসি
তাহার মুখের কথাগুলো
অনেক ভালোবাসি।
সারাদিন যে খুকুমণি
ব্যস্ত অনেক থাকে
মাঝে মাঝে যায় হারিয়ে
পাইনা খুঁজে তাকে।
এদিক ওদিক ঘুরে বেড়ায়
কেবা তাকে রুখে
মজার কথা বলে খুকু
হাসি ভরা মুখে।
সবাই তাকে ভালোবাসে
খুকু বাড়ির আলো
মনের সুখে খুকু আবার
নাচতে পারে ভালো।
খুকুমণির নেই তুলনা
মধুর কথা জানে
আমার খুকু বাড়ির নেতা
সবাই তাকে মানে।