সুনামগঞ্জের শাল্লা থানার ওসি সাসপেন্ড, দিরাইয়ে ওসি বদলী

10

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু-অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে ১৭ মার্চ দুষ্কৃতিকারীদের হামলা ও লুটপাটের ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অপরাধে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত সুনামগঞ্জ সদর থানার ইন্সপেক্টর তদন্ত নূর আলমকে শাল্ল¬া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্ব দেয়া হয়েছে।
জানা যায় সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকাধীন দিরাই উপজেলায় ১৫ মার্চ সমাবেশ করে হেফাজতে ইসলাম। ঐ সমাবেশের ব্যাপারে দিরাই থানা পুলিশ প্রশাসন কোন বিধিনিষেধ আরোপ করেনি। ফলে প্রশাসনের নিরবতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মামুনুল হক। এতে কিছু কিছু লোক উস্কানী পেয়ে নাশকতা সৃষ্টির পাঁয়তারার পরিকল্পনা করে। অন্যদিকে এ ঘটনার পরদিনই নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামে এক যুবক মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে নোয়াগাঁও গ্রামবাসী ফেসবুকে পোস্ট দেয়া যুবককে মঙ্গলবার রাতেই পুলিশের হাতে তুলে দেন। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে ১৭ মার্চ সকালে মাইকিং করে মামুনুল অনুসারীরা দল বেঁধে নোয়াগাঁওয়ে ৮৮ টি বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় শাল্লা ও দিরাই থানার পুলিশের ভূমিকা নিয়ে নানা রকমের প্রশ্ন ছিল। এই অপরাধে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কে বরখাস্ত ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।