নতুন মূল্যে খুচরা বাজারে ভোজ্যতেল বিক্রি শুরু ॥ সোমবার থেকে ১১০ টাকা লিটারে টিসিবির বিক্রি শুরু

27

কাজিরবাজার ডেস্ক :
সরবরাহ বাড়ায় ধীরে ধীরে সারাদেশে ভোজ্যতেলের সঙ্কট কেটে যাচ্ছে। নিত্যপণ্যের বাজার থেকে ভোক্তারা নতুন নির্ধারিত মূল্যে সয়াবিন ও পামঅয়েল কিনতে পারছেন। স্বস্তি ফিরে আসছে বাজারে। সারাদেশে অভিযান চালিয়ে লাখ লাখ লিটার ভোজ্যতেল জব্দ করছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। উদ্ধারকৃত এসব তেল বিক্রি হচ্ছে আগের মূল্যে। স্থানীয় প্রশাসন কিংবা ভোক্তা অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত এসব তেল খোলা বাজারে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করার বাধ্যবাধকতা রয়েছে। নতুন নির্ধারিত উচ্চমূল্যে এসব ভোজ্যতেল বিক্রি করার কোন সুযোগ নেই। একই সঙ্গে মজুদকারীদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মজুদকৃত তেল উদ্ধারে অভিযান পরিচালনা আরও কঠোর জোরদার করার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া আগামী সোমবার থেকে সারাদেশে প্রতিলিটার সয়াবিন ১১০ টাকায় বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে টিসিবি। সরকারী এ সংস্থার ভর্তুকি মূল্যের এই তেল বিক্রি কার্যক্রম শুরু হলে বাজার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করা হচ্ছে। চলমান সঙ্কট দূর করতে কানাডা সরকার ‘ক্যানোলা’ নামক ভোজ্যতেল বিক্রির প্রস্তাব দিয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানা গেছে, ভোজ্যতেলের বাজার স্বাভাবিক করতে দ্রুত বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাজারে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের তেল পাওয়া গেলেও অন্যান্য কোম্পানি সরবরাহ বাড়ায়নি। এ অবস্থায় কোন কোন কোম্পানি বাজারে তেলের সরবরাহ করছে কিংবা কারা করছে না তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে গোয়েন্দা সংস্থা। এছাড়া জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর থেকে মিলগুলোতে অভিযান পরিচালনা করা হবে। আশঙ্কা করা হচ্ছে, মিলগুলোতেও লাখ লাখ টন তেল মজুদ রয়েছে। আবার অনেক মিলে ভোজ্যতেলের আমদানিকৃত কাঁচামাল ক্রুড সয়াবিন ও পামঅয়েল বীজের বিপুল পরিমাণ মজুদ থাকার প্রমাণ পেয়েছে সরকার। কিন্তু উৎপাদন স্লো করে সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এর পেছনে তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করে মিলারদের দাম বাড়ানোর মতো অসৎ উদ্দেশ্য ছিল বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় সারাদেশের মতো মিলগুলোতেও অভিযান পরিচালনা জোরদার করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বুধবার ঢাকাসহ সারাদেশের খুচরা বাজারে নতুন দামের তেল বিক্রি শুরু হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতিলিটার খোলা সয়াবিন ১৮০, প্রতিলিটার বোতলজাত সয়াবিন ১৯৮, প্রতি পাঁচ লিটারের ক্যান ৯৮৫ এবং প্রতিলিটার সুপার পাম খোলা ১৭২ টাকায় খুচরা বাজারে বিক্রি হওয়ার কথা। কিন্তু খোলা সয়াবিন ও পামঅয়েল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। তবে বোতলজাত পাঁচ লিটার এবং দুই লিটারের ক্যান নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, নতুন নির্ধারিত দামের বাইরে কারো তেল বিক্রির সুযোগ নেই। দাম বেশি নেয়া হলে যে কেউ ভোক্তা অধিদফতরে অভিযোগ করতে পারবেন। তিনি বলেন, ইতোমধ্যে বাজারে নতুন তেল আসা শুরু হয়েছে। শীঘ্রই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তেল নিয়ে কারাসাজি করে যারা মজুদ বাড়িয়েছেন কিংবা কৃত্রিম সঙ্কট তৈরি করে ভোক্তাদের কষ্ট দিয়েছেন তাদের কোন ছাড় নয়। এ ব্যাপারে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন দামের তেল পাওয়া যাচ্ছে বাজারে : রাজধানী ঢাকাসহ সারাদেশে নতুন দামের তেল পাওয়া যাচ্ছে। ঢাকার কাওরান বাজার, ফকিরাপুল বাজার, কাপ্তান বাজারের মতো বড় বড় বাজারের পাশাপাশি গোড়ান, মালিবাগ রেলগেট এবং মুগদা পাড়ার মতো অপেক্ষাকৃত ছোট বাজারেও নতুন নির্ধারিত দামের বোতলজাত এবং পামঅয়েল পাওয়া যাচ্ছে। দোকানের থরে থরে সাজানো হয়েছে বোতলজাত সয়াবিন তেল। তবে দাম বাড়ার কারণে কোম্পানিগুলো এক লিটার, দুই লিটার এবং তিন লিটারের ক্যানের বেশি সরবরাহ করছে। সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের তেল বেশি পাওয়া যাচ্ছে। ক্রেতারা অন্যান্য ব্র্যান্ডের তেল খোঁজ করলেও তেমন পাচ্ছে না।
সোমবার থেকে টিসিবি ১১০ টাকা লিটারে ভোজ্যতেল বিক্রি করবে : আগামী সোমবার থেকে সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারাদেশে ১১০ টাকায় ভর্তুকি মূল্যে প্রতিলিটার ভোজ্যতেল বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর ফলে স্বল্প আয়ের মানুষ স্বল্পমূল্যে ভোজ্যতেল কিনতে পারবে।