স্টাফ রিপোর্টার :
সিলেটে ৫টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর উপ-অধিনায়ক মেজর মো: শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এবং শ্যামল পুরকায়স্থ, সহকারী পরিচালক (মেট্রো), জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেট এর নেতৃত্বে কোতোয়ালী থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এসময় মেসার্স তারেক ট্রেডার্সকে ১০ হাজার টাকা, রূপসী বাংলা অটো রাইস মিলকে ৫ হাজার টাকা, মেসার্স কবীরকে ১০ হাজার টাকা রিপ্রেশ ড্রিংকিং ওয়াটারকে ৫ হাজার টাকা ও খালেদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।