পানির দাবিতে ওসমানী হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

4

স্টাফ রিপোর্টার :
ছাত্রাবাসে হলে সুপেয় পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের সামনে এ বিক্ষোভ শুরু হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে বালতি, বোতলসহ প্ল্যা-কার্ড হাতে শ্লোগান দিতে দেখা গেছে। পরে অধ্যক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা পোষণ করে এই বিক্ষোভে অংশ নেয় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সিওমেক ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে হলে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। গত চারদিন থেকে পানি একেবারে পাচ্ছেন না শিক্ষার্থীরা। তাই বাধ্য হয়ে এই আন্দোলন। যেহেতু অধ্যক্ষ স্যার বলেছেন এক মাসের ভেতরে এই সংকট সমাধান হবে তাই অবরোধ তুলে নিচ্ছি।
এ ব্যাপারে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভাইস প্রিন্সিপাল শিশির চক্রবর্তী বলেন, আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।