গত শনিবার রাতে আল-হামরা রেষ্টুরেন্টে সিলেট মহানগর দর্জি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর হানায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক এডভোকেট জামিল আহমাদ রাজু, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কফিল উদ্দিন আলমগীর সহ মহানগর শ্রমিক নেতৃবৃন্দ এক বিবৃতিতে তারা বলেন, শত শত দর্জি শ্রমিকরা সারাদিন কাজ করার পর রাত ৮টায় শান্তিপূর্ণভাবে তাদের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগদান করলে সরকারের কতিপয় অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা হঠাৎ করে সম্মেলনে হানা দেয়। নিরীহ শ্রমিকদের হাত থেকে তাদের খাবার কেড়ে নেয়, বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্ছিত করতে থাকে। এতে তারা দিশেহারা হয়ে পড়ে। একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ এটিকে একটি গোপন বৈঠক বলে দাবী করছে, অথচ শত শত শ্রমিক মাইক বাজিয়ে, ব্যানার টাঙ্গিয়ে যে সম্মেলন করছে তা কিভাবে গোপন বৈঠক হয় তা বোধগম্য নয়। সম্মেলন থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উবায়দুল হক শাহীন, দোকান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: বিন মামুন বুলবুল, রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবু বকর সহ প্রায় ১১ জন নিরীহ শ্রমিককে গ্রেফতার করা হয়। অবিলম্বে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। অন্যথায় সিলেটের দর্জি শ্রমিক ইউনিয়ন সকল শ্রমিক জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আর এর ফলে তৈরী হওয়া যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য প্রশাসনই দায়ী থাকবে। বিজ্ঞপ্তি