নববর্ষের প্রথম দিনে নগরীর রাস্তা-ঘাটে ছুটির আমেজ

5

স্টাফ রিপোর্টার :
মহামারি করোনাভাইরাসের বিধিনিষেধ উঠে যাওয়ার পর থেকেই নগরীতে যানজটের চিরচেনা চিত্র। যা গত কয়েকদিনে আরও বেড়েছে।
তবে বাংলা নববর্ষের প্রথম দিন সারা দেশের মতো সিলেটেও সরকারি ছুটি চলছে। এছাড়া রোজার মধ্যে বৈশাখের অনুষ্ঠান হওয়া মানুষজনও রাস্তায় কম বেরিয়েছেন। তাই পহেলা বৈশাখে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে নেই যানবাহনের চাপ। নেই চিরচেনা যানজট, কর্মব্যস্ততা।
দুপুরের দিকে দেখা যায়, নগরীর বন্দরবাজার জিন্দাবাজার হয়ে আম্বরখানা পর্যন্ত রাস্তায় কোনো যানজট নেই। এদিকে বন্দরবাজার থেকে শিবগঞ্জ ও তালতলা সড়কেও অন্যান্য দিনের মতো সেই চিরচেনা রূপ নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চালাচল করছে। এছাড়া এসব রাস্তায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের চলাচল থাকলেও তা সংখ্যায় সামান্য। অন্যদিকে রাস্তায় গণপরিবহনের উপস্থিত ছিল খুবই কম, তাই গতকাল বৃহস্পতিবা নগরীতে বড় কোনো যানজটের সৃষ্টি হয়নি।
গাড়ি চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছুটির দিন হওয়ায় মানুষজন সকালে জরুরি কোনো প্রয়োজন ছাড়া বের হয়নি। এর মধ্যে রমজান চলছে। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ ও গাড়ি সংখ্যা কম থাকায় যানজটের সৃষ্টি হয়নি। তবে বিকেলের দিকে ইফতার সামগ্রী কেনার জন্য মানুষ রাস্তায় বের হন।