স্পোর্টস ডেস্ক :
চূড়ান্ত হলো এবারের এশিয়া কাপের সময়সূচি। টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২২ সালের এশিয়া কাপ শুরু হবে আগামী আগষ্ট মাসের ২৭ তারিখে। আর টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পাচ্ছে শ্রীলঙ্কা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।
শ্রীলঙ্কা যে স্বাগতিক থাকবে- সেটা আগে থেকেই জানা ছিল। কিন্তু এবারের টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটে হবে নাকি টি-টোয়েন্টি ফরম্যাটে, সেদিকে আগ্রহ ছিল সবার। ওয়ানডে নয়, টি-টোয়েন্টি ফরম্যাটেই হবে এবারের এশিয়া কাপ।
এর যথেষ্ট কারণ বিদ্যমান। চলতি বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিশ্বকাপের মঞ্চে এশিয়ার দলগুলোর প্রস্তুতি স্বরুপ এই সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সরাসরি টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। তবে এই পাঁচটি দলের বাইরেও একটি দল এশিয়া কাপ খেলার সুযোগ পাবে। ষষ্ঠ দল বাছাইপর্বের মাধ্যমে এবারের এশিয়া কাপ খেলার সুযোগ পাবে। কিছুদিন পরেই শুরু হবে বাছাইপর্ব।
২০১৮ সালে এশিয়া কাপের সবশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ছিল ভারত, রানার্সআপ বাংলাদেশ।