স্পোর্টস ডেস্ক :
ব্রিজটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জার্মেইন ব্ল্যাকউডের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের তৃতীয় দিনশেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলেছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৯ উইকেটে ৫০৭ রানে ইনিংস ঘোষণা করলে দ্বিতীয় দিনে ১ উইকেট হারিয়ে ৭১ রান তুলে উইন্ডিজ। তৃতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং শ্যামরাহ ব্রকস।
দিনের শুরুতেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। ব্যক্তিগত ৩৯ রানে ব্রকস এবং মাত্র ৯ রান করে আউট হন এনক্রুমাহ বোনার।
১০১ রানে ৩ উইকেট হারানো দলকে কিছুটা চাপেই পড়েছিল। এ সময় দলের হাল ধরেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউড। দুজন মিলেই তুলেন ১৮৩ রান। আর দুজনই সেঞ্চুরির দেখা পান। মনে হচ্ছিল ব্র্যাথওয়েট-ব্ল্যাকউড মিলেই দিনশেষ করবেন। কিন্তু নিজের সেঞ্চুরি পূর্ণ করার পর ১০২ রানে ফেরেন ব্ল্যাকউড।
পরে আলজারি জোসেফকে সঙ্গে নিয়ে দিনশেষ করেন ব্র্যাথওয়েট। তিনি অপরাজিত থাকেন ১০৯ রানে। আর ৪ রানে অপরাজিত থাকেন জোসেফ।