যথাযোগ্য মর্যাদায় সিলেটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত ॥ বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এ এক অনন্য দলিল

18
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন স্তরের মানুষের বজ্র কণ্ঠে দেশ গঠনের শপথ। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব ঐতিহ্যে স্থান করে নেয়া বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ উপলক্ষে সিলেটে নানা কর্মসূচী, স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
সোমবার ৭ মার্চ সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ও সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণসহ জেলা উপজেলাগুলোতে সিলেটের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিতে শত শিশুর কণ্ঠে ধ্বনিত হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ভাষণ- ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না’।
১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন- ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’। পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের এই ভাষণ এক অনন্যসাধারণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ভাষণের মধ্যে বঙ্গবন্ধু স্পষ্টভাবেই বাংলাদেশের স্বাধীনতা শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই স্বাধীনতা অর্জনে গেরিলাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ভাষণটি আজ বিশ্ব ঐতিহ্য হিসেবেও স্বীকৃত। এটি বিশ্বে সর্বাধিক বার প্রচারিত অলিখিত ভাষণ।
গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ প্রাঙ্গণের প্রতিকৃতিতে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের মধ্যে ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি, সিলেট জেলা শিল্পকলা একাডেমি, সিলেট জেলা তথ্য অফিস, জেলা শিশু একাডেমি, ট্যুরিস্ট পুলিশ, সিভিল সার্জন অফিস, র‌্যাব-৯ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সিসিক : ঐতিহাসিক ৭ মার্চ। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে এবার। ২০২১ রাষ্ট্রীয় স্বীকৃতিতে ক-শ্রেণিভুক্ত দিবস হিসেবে দিনটি পালনের সিদ্ধান্ত নেয় সরকার। জাতীয়ভাবে গ্রহীত কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশেনেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকালে নগর ভবন প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিগণ।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাস, সহকারি প্রকৌশলী মো. মোহসিন সহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন ১৯৭১ এর ৭ মার্চ রেসকোর্স ময়দানের জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।
সরকারি নির্দেশনায় ঐতিহাসিক দিবসটি পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন। দিবসের কর্মসূচী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয় সিসিকের ডিজিটাল ডিসপ্লে গুলোতে।
মহানগর আওয়ামী লীগ : ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। জাতির পিতার বলিষ্ঠ ডাকে বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। এরই ফলশ্রুতিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
ঐতিহাসিক এই দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, মোঃ সানাওর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ।
কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ আজম খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, জুমাদিন আহমেদ।
মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার (খোকা বাবু), হাজী এম.এ মতিন, কানাই দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সালউদ্দিন বক্স সালাই, তাজ উদ্দিন লিটন, জায়েদ আহমেদ খাঁন সায়েক, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, মাহবুব খান মাসুম, ফজল রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেলিম, এম.এন ইসলাম, মোঃ ছয়েফ খাঁন, এডভোকেট আরিফ আহমদ প্রমুখ।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ.জেড. রওশন জেবীন (রুবা), যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুন, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, সহ-সাংগঠনিক সম্পাদিকা অঞ্জনা সরকার, নুরুন্নাহার, সদস্য সুষমা সুলতানা রুহি, রুনা আক্তার, সাজমা সুলতানা হক চৌধুরী, রীনা রানী তালুকদার, সোনিয়া আক্তার নাফিয়া, মাধবী ভট্টাচার্য্য, রোকসানা বেগম প্রমুখ।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শাহানার বেগম ও সাধারণ সম্পাদক আছমা কামরান এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মারিয়াম চৌধুরী, হাসনা হেনা চৌধুরী, মাহমুদা নাজিম রুবি, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা, রেনুকা দাস, ক্ষমা রানী দে, রাবেয়া ইসলাম, নাসরীন ইসলাম, ফরিদা আক্তার হেপী প্রমুখ।
জেলা ছাত্রলীগ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর নেতৃত্বে বিপুল সংখ্যাক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিথ ছিলেন।
মহানগর ছাত্রলীগ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রাশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ এর নেতৃত্বে বিপুল সংখ্যাক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মহানগর : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট-গভঃ রেজি নং-বি-২০৯১ এর অন্তর্ভুক্ত মহানগর শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি বুরহান উদ্দীন ভান্ডারি ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদ এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবু তাহের (নানা ভাই), এম সোহেল রানা, সহ-সভাপতি সাহাব উদ্দিন সাবু, সহ-সভাপতি আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন খুকন, বেলাল আহমদ, অনুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জহিরুল আমিন, ধর্ম সম্পাদক ফিরুজ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ এলিছ, শ্রমিক কল্যাণ সম্পাদক শাহিন মিয়া প্রমুখ।
সিলেট শিল্পকলা : ঐতিহাসিক ৭ মার্চ দিবস বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে সমবেত লক্ষ লক্ষ জনতার সামনে যে ভাষণ দিয়েছিলেন, আজ তা বিশ^ দরবারে সমাদৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে (৭ মার্চ) বিকাল ৫টায় একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় দিবসভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি দল, একাডেমি ফর মডুপুরী কালচার এন্ড আর্ট, ললিত-মঞ্জরী সিলেট, শামীমা চৌধুরী, গৌতম চক্রবর্ত্তী, প্রতীক এন্দ ও অর্পিতা রাণী তালুকদার। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিকাল ৪:৩০টায় একাডেমির চিত্রশালায় জেলা শিল্পকলা একাডেমি সিলেট ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর ৩ দিনব্যাপী ‘আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে।
সিলেট প্রেসক্লাব : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার সকালে সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও বাপ্পা ঘোষ চৌধুরী, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সদস্য মো. মুহিবুর রহমান, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, করিম মিয়া ও শাহ শরীফ উদ্দিন প্রমুখ।
আঞ্চলিক নির্বাচন অফিস সিলেট অঞ্চল : ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আঞ্চলিক নির্বাচন অফিস সিলেট অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রাশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস : ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবসটি উদযাপন করেছে স্কলার্সহোম শাহী ঈদগাহ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও এর তাৎপর্য শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে কথা ও কবিতায় দিবসটি পালন করে। এসময় বঙ্গবন্ধুর বক্তব্যটির প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।
সোমবার সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোমের হলরুমে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করেন।
অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী।
একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহদিয়া জয়নালের পরিচালনায় অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন শিক্ষার্থীরা। কথা ও কবিতায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কাছে আমাদের ঋণ, আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু শিরোনামে বক্তব্য প্রদান করেন যথাক্রমে একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহানা শারমিন, প্রিয়ম চৌধুরী, পূর্বা দেব। কবিতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মাওদুনা রহমান আরিফা।
দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সবাই উপস্থিত ছিলেন।
এসআইইউ : দিনটি উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নের্তৃত্বে সকাল ১১:০০ ঘটিকায় শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ (প্রস্তাবিত), ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. জনাব মিজানুর রহমান, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্তার এর পরিচালক জনাব মো: মোস্তফা কামাল, অর্থ পরিচালক শংকর কুমার সিনহা, পরীক্ষা নিয়ন্ত্রক মো: মহোসীন হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি. আসিফ সহ অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারন ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা ও মহানগর : ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা ও মহানগর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ও যুব কমান্ড সিলেট জেলা ও মহানগর এবং মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রাশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুারালে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, এডভোকেট দেলওয়ার আল আজাহার, এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক মনোজ কাপালী মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সন্তান কমান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব পারভেজ বিশ্বাস, সারওয়ার চৌধুরী, সদস্য আব্দুল কাদির, খালেদ আহমদ, ডিপজল পাত্র, উজ্জল পাত্র, জাকারিয়া মো. চৌধুরী জাকি, আম্বিয়া বেগম, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ মো. আলম, জয়দীপ চক্রবর্তী, আলাউদ্দিন আহমদ, এজাজ আহমদ, মুজিবুর রহমান চৌধুরী, শহীদ আহমদ, মো. আক্তার মিয়া, মোছাম্মদ শাহিদা সুলতানা, সাইফ আহমদ, মো. নরুল হক, শহিদ তালুকদার প্রমুখ।
এমসি কলেজ থেকে সংবাদদাতা : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে থিয়েটার মুরারিচাঁদের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সকাল সাড়ে দশটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আরম্ভ হয় ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জেবিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ তৌফিক এজদানী চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামছ উদ্দিন, রসায়নবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহজাহান কবির, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কানিজ সানজানা শিমু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রনব কান্তি তালুকদার প্রমুখ।
সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভার সভাপতি প্রফেসর মো. সালেহ আহমদ ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণটি ছিল গভীর তাৎপর্যপূর্ণ ও বাঙালির মুক্তির সনদ।
এরপর সকাল সাড়ে ১১ টায় ৭ মার্চ উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সকাল ১১টা ৪০ মিনিটে থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন ও মুরারিচাঁদ কবিতা পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
আলোচনা সভার আগে অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে নয়টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগ ও বিভিন্ন সংগঠন ও কর্মচারী পরিষদ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সিকৃবি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। সকাল সাড়ে ন’টায় জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। শোভাযাত্রাটি ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। শোভাযাত্রাটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এম. এম. মাহবুব আলমের সঞ্চালনায় পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ, প্রক্টর কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ সিকৃবি শাখা, সিকৃবি সাংবাদিক সমিতি, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, ওয়ান বাংলাদেশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) ইত্যাদি সংগঠন।
দি এইডেড হাই স্কুল : ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে সিলেট জিন্দাবাজারস্থ দি এইডেড হাই স্কুলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ শমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর প্রতীক অধ্যাক্ষ মোঃ ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মো. আব্দুল কাহহার, মো. মজির উদ্দিন, মনি দে সহ প্রমুখ। আলোচনা সভা শেষে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি বীরপ্রতীক অধ্যাক্ষ মোঃ ইদ্রিস আলী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্র তানভীর মজুমদার ও গীতা থেকে পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্র জগন্নাথ নাথ শিভন।