সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেছিল। জনসমুদ্রে বঙ্গবন্ধু সেদিন সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছিলেন। বাংলার মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজও বঙ্গবন্ধুর সেই ভাষণ জাতিকে উজ্জীবিত করে, অনুভূতিতে শিহরণ জাগায়।
সোমবার (৭ মার্চ) সকাল ১১টায় সুরমা বয়েজ ক্লাব আয়োজিত নগরীর সানরাইজ কিন্ডারগার্টেন পাবলিক স্কুলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৫নম্বর ওয়ার্ড সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম ফারুক এর সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সানরাইজ পাবলিক স্কুলের শিক্ষিকা তাহমিনা চৌধুরী, শাম্মী বেগম, ছন্দা চক্রবর্তী ও সুরমা বয়েজ ক্লাবের সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুর প্রমুখ। বিজ্ঞপ্তি