সেলিম আহমদ কাওছার

21

যাকাত গরীবের প্রাপ্য :

ইসলামের স্তম্ভ পাঁচে
আছে যাকাত এক
ফরজ যাকাত আদায় করে
জমা করো নেক।

যাকাত নয়তো দান কভু
সঠিক লোকের পাওনা
কঠিন আজাব ঠিকই পাবে
যাকাত যদি দাও না।

সব সম্পদের মালিক হলেন
আল্লাহ ক্বাদের গনি
যাকে ইচ্ছা তাকে তিনি
দেন-যে করে ধনী।

যাকাত দেওয়া ফরজ বিধান
মানতে হবে তাই
যাকাত আদায় না করলে
রক্ষা কভু নাই।

আট খাতে যাকাত আদায়
করার বিধান আছে
পৌঁছে দাও যাকাত তোমার
খুঁজে ওদের কাছে।

যাকাত দিলে সম্পদ তোমার
পাক-পবিত্র হবে
খুশি হয়ে বেহেশত দেবেন
সকল প্রাণীর রবে।